অথবা, দার্শনিক রাজার কী কী বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
অথবা, দার্শনিক রাজার বৈশিষ্ট্যগুলো কী কী? লিখ।
উত্তর: ভূমিকা: চিন্তা জগতের মহান দিশারী যুগস্রষ্টা দার্শনিক প্লেটো তার সুবিখ্যাত গ্রন্থ The Republic এ আদর্শ রাষ্ট্রের চিত্র অংকন করেছেন। এ আদর্শ রাষ্ট্রের শাসনভার তিনি দার্শনিক রাজার হাতে অর্পন করতে চেয়েছেন। তার মতে দার্শনিকই ভগবানের সর্বোৎকৃষ্ট সৃষ্টি।
দার্শনিক রাজার বৈশিষ্ট্য: প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্র পরিকল্পনায় ক্ষমতার শীর্ষমণি হিসেবে যে দার্শনিক রাজার কথা চিন্তা করেছেন তার মধ্যে অবশ্যই এ নিম্নলিখিত গুণাবলি থাকতে হবে:
১. দার্শনিক রাজা চরম ও সর্বোচ্চ ক্ষমতার অধিকারী: দার্শনিক রাজা তার প্রজ্ঞা দ্বারা রাষ্ট্র শাসন করার ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতাশালী হবেন।
২. দার্শনিক রাজা সর্বোত্তম জ্ঞানের অধিকারী: প্লেটোর মতে, “আদর্শ রাষ্ট্রে যতজন নাগরিক থাকবে, তাদের মধ্যে শিক্ষাব্যবস্থা সম্পাদনের শেষে সবচেয়ে যোগ্য ব্যক্তিটিই হবেন দার্শনিক রাজা।”
৩. তিনি সৎ ও পুজারী হবেন: প্লেটোর আদর্শ রাষ্ট্রে যেসব ঘটনা ঘটবে তাদের মধ্যে যেগুলো সত্য, সুন্দর ও বাস্তবসম্মত দার্শনিক রাজা সেগুলোকে গ্রহণ করবেন। আর যেগুলো অসত্য সেগুলো তিনি বর্জন করবেন।
৪. তার অন্তর হবে উদার ও মন হবে সংস্কারমুক্ত : মানুষ যত বেশি আনী হয় তার মন তত বেশি উদার ও সংস্কারমুক্ত থাকে। দার্শনিক রাজা রাষ্ট্রের বাস্তব প্রয়োজন মোতাবেক একজন উদার ও মননশীল সংস্কারমুক্ততার পরিচয় দিবেন সর্বক্ষেত্রে।
৫. প্রকৃত অভিত্ব সম্পর্কে জ্ঞান আহরণের গভীর আগ্রহ: রাষ্ট্রকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে মানুষকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রাখতে হলে শাসনব্যবস্থা সম্পর্কে মানুষকে দ্বিধাদ্বন্দ্বের উর্ধ্বে তুলতে হলে অবশ্যই দার্শনিক রাজাকে বাস্তববাদী হতে হবে।
৬. তিনি নির্লোভ ও অর্থসম্পদের প্রতি তার কোন আকর্ষণ থাকবে না: দার্শনিক রাজার কোন পারিবারিক জীবন থাকবে না। তবে তার জীবনধারণের জন্য যা কিছু প্রয়োজন রাষ্ট্রীয় কাঠামোর ভিতরে তার ব্যবস্থা থাকবে।
৭. তিনি নির্মল চরিত্রের অধিকারী হবেন: দার্শনিক রাজার মধ্যে কোন কলঙ্কের ছাপ থাকবে না। তার চরিত্রে থাকবে সংগীতের অমিয় মূর্ছনা এবং স্বভাব হবে স্বর্গীয় দীপ্তির ভাস্কর।
৮. দার্শনিক রাজা আইনের উর্ধ্বে : প্লেটোর মতে, দার্শনিক রাজা সকল আইনের উর্ধ্বে। তিনি ক্ষমতায় বসে আইন মেনে না চললে তাকে বাধ্য করা কারও পক্ষে সম্ভব হবে না। তেমনি তিনি যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, তবেও তাকে নিয়ন্ত্রণের জন্য কোন আইনের প্রয়োজন হবে না।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, দার্শনিক রাজা ধারণাটি শাসকবর্গের মহৎ ও উৎকৃষ্ট গুণাবলিকেই নির্দেশ করে।