অথবা, প্লেটোর দার্শনিক রাজার গুনাবলির সংক্ষিপ্ত বর্ণনা দাও।
অথবা, প্লেটোর মতে, দার্শনিক রাজার কী কী গুণাবলি থাকা প্রয়োজন?
উত্তরঃ ভূমিকা: বিশ্ব সভ্যতাকে বিভীষিকাময় অন্ধকারাচ্ছন্ন পরিবেশের বিদগ্ধ যন্ত্রণা থেকে মুক্ত করে আলোক উজ্জ্বল সুন্দর মনোরম পৃথিবীতে নিয়ে আসার পশ্চাতে যেসব রাষ্ট্রচিন্তাবিদ ও দার্শনিকগণ জ্ঞানের আলোকবর্তিকা বহন করে মানব সম্প্রদায়ের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের শীর্ষমণি ছিলেন গ্রিক দার্শনিক প্লেটো। তিনি এমন একজন ব্যক্তিত্ব, যিনি আধুনিক রাষ্ট্রচিন্তাবিদগণের বিতর্কের ঊর্ধ্বে স্বীকৃত। গ্রিসের নগর রাষ্ট্রগুলো যখন জবরদস্তিমূলক রাষ্ট্র ব্যবস্থায় শাসিত হতো এবং এক রাষ্ট্র অন্য রাষ্ট্র কর্তৃক আক্রান্ত হতো, তখন প্লেটো সেখানকার প্রজাসাধারণকে একটি আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা উপহার দেন।
প্লেটোর দার্শনিক রাজার গুণাবলি: প্লেটোর আদর্শ রাষ্ট্রের মহান দায়িত্ব পালনে যেসব ব্যক্তি দার্শনিক রাজার ক্ষমতা ও কর্তৃত্বে অধিষ্ঠিত হবেন, তাদের অবশ্যই অনেক গুণাবলির অধিকারী হতে হবে। নিম্নে দার্শনিক রাজার উল্লেখযোগ্য গুণাবলি সংক্ষেপে বর্ণিত হলো:
ক. তিনি হবেন মনোরম ব্যক্তিত্ব ও সর্বোত্তম জ্ঞানের অধিকারী।
খ. তিনি হবেন ন্যায়ের প্রতীক এবং অজ্ঞতা ও মূর্খতা হতে মুক্ত ও স্বাধীন।
গ. তাঁর আত্মা হবে সর্বপ্রকার কলুষতা, লোভ ও লালসা মুক্ত।
ঘ. তাঁর সহায় সম্পত্তির প্রতি কোন মোহ থাকবে না।
ঙ. তাঁর উদারতা ও মহত্ত্ব হবে চারিত্রিক ভূষণ।
চ. তাঁর বোধশক্তি যেমন হবে প্রখর, তেমনি স্মরণশক্তিও।
ছ. রাষ্ট্রের ন্যায়তত্ত্বের প্রতি হবেন পণ্ডিত এবং তা অনুশীলনে হবেন অবিচল ও ধৈর্যশীল।
জ. তিনি হবেন যেমন আইনের উৎস, তেমন আইনের ব্যাখ্যাকারক।
ঝ. তিনি হবেন দৈহিক দিক থেকে সবল, মনের দিক থেকে সাহসী এবং সঙ্গীতপ্রিয়তা হবে তার শখ।
ঞ. তাঁর আচরণে থাকবে ভদ্রতা, ব্যবহারে নম্র এবং বুদ্ধিতে যুক্তিবাদী।
ট. তিনি আবেগময় বুদ্ধি ও যুক্তি দ্বারা পরিচালিত হবেন।
ঠ. তিনি সকলের কল্যাণ কামনা করবেন এবং সকলে তাঁর মঙ্গল কামনা ও আশীর্বাদ করবে।
ড. তিনি যোদ্ধা ও উৎপাদক শ্রেণির মাঝে সমন্বয়ক হিসেবে থাকবেন।
ঢ. তাঁর জীবনে যেমন থাকবে প্রাচুর্যতা, তেমনি পাশাপাশি থাকবে সহনশীলতা।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, সামগ্রিকভাবে প্লেটোর চিন্তাধারা ও দর্শনের পর্যালোচনা করলে দেখা যায় যে, তাঁর সমসাময়িক কালের অপরাপর দার্শনিকদের চিন্তার প্রভাব পড়েছে তাঁর উপর। আদর্শ রাষ্ট্রে দার্শনিক রাজা সকল আইনের উর্ধ্বে। প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্র পরিচালনায় দার্শনিক রাজাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। দার্শনিক রাজা তার প্রজ্ঞা দ্বারা রাষ্ট্র শাসন করার ক্ষেত্রে নিরভুশ ক্ষমতাশালী হবেন।