প্লেটোর আধুনিক রাষ্ট্রে আইনের প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা কর।

অথবা, প্লেটোর আধুনিক রাষ্ট্রে আইনের প্রয়োজনীয়তা কী?

অথবা, প্লেটোর আধুনিক রাষ্ট্রের গুরুত্ব বর্ণনা কর।

অথবা, প্লেটোর আধুনিক রাষ্ট্রের তাৎপর্য উল্লেখ কর।

উত্তরঃ ভূমিকা: Plato তাঁর যুগান্তকারী গ্রন্থ The Republic এ আদর্শ রাষ্ট্রের কথা বর্ণনা করেছেন। তার মতে আদর্শ রাষ্ট্রে। কোন আইন থাকবে না দার্শনিক রাজার শাসনই হবে আইন। কিন্তু পরে তিনি বাস্তবতা উপলব্ধি করে আইনের শাসনের কথা স্বীকার করেছেন।

আধুনিক রাষ্ট্রে আইনের প্রয়োজনীয়তা: আইনের শাসন ছাড়া আধুনিক রাষ্ট্র কল্পনা করা যায় না। আইন না থাকলে রাষ্ট্রের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। সমগ্র রাষ্ট্রে বিরাজ করে এক অরাজক পরিস্থিতি। আইন থাকলে জনগণ রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। আইন না থাকলে জনগণ যে যার খুশিমতো চলে। রাষ্ট্রে আইনের শাসন থাকলে সকলের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। তাছাড়া আইনের শাসন মানুষের ধ্যানধারণা ও আদর্শকে সার্থক করে তোলে। আইনের ফলে নাগরিকগণ দায়িত্বশীল, সচেতন ও স্বায়ত্তশাসনের উপযোগী হয়ে পড়ে। আইনের ফলে জনগণ শাসনের আত্মাধীন থাকেন না, বরং তারা স্বাধীনভাবে বসবাস করতে সক্ষম হন। আইনের ফলে বিভিন্ন সমাজে বিভিন্ন শ্রেণির লোকদের মধ্যে সদ্ভাব আনয়ন করা সম্ভব হয়। The Laws’ গ্রন্থে প্লেটো নিজেই স্বীকার করেছেন, আইনবিহীন মানুষের সাথে পশুর কোন পার্থক্য নেই। মূলত আধুনিক রাষ্ট্রে আইনের শাসনই দিতে পারে নাগকিরদের সুন্দর ও সুখী জীবন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, তাঁর যুগান্তকারী গ্রন্থ ‘The Republic’ এ যে আদর্শ রাষ্ট্রের কথা বলেছেন, সেখানে তিনি আইনের শাসনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন নি। এর অর্থ এ নয় যে, তিনি আইনের শাসনকে অস্বীকার করেছেন। মূলত তাঁর মতে, দার্শনিক রাজা হবেন শুভের জ্ঞানের অধিকারী। তিনি হবেন সৎ এবং নীতিবান। তাই তাঁর দেশ পরিচালনার জন্য কোন প্রাতিষ্ঠানিক আইনের দরকার পড়বে না। এটাই ছিল ‘রিপাবলিক’ গ্রন্থে আইনের প্রয়োজনীয়তা অস্বীকার করার মূল কারণ।