অথবা, প্লেটোর সাম্যবাদ কী?
অথবা, প্লেটোর সাম্যবাদ বলতে কি বুঝ।
উত্তরঃ ভূমিকা: মহান গ্রিক দার্শনিক প্লেটোর অমর গ্রন্থ ‘The Republic’ এ বর্ণিত আদর্শ রাষ্ট্রের বাস্তবায়নকল্পে তিনি দুটি উপায়ের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করেন। এদের একটি হলো শিক্ষাব্যবস্থা এবং অন্যটি হলো সাম্যবাদ তত্ত্ব। একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য যদিও প্লেটো শিক্ষাব্যবস্থার উপর খুব জোর দিয়েছেন, তথাপি তিনি সাম্যবাদকে উপেক্ষা করতে পারেন নি। প্লেটোর সাম্যবাদ তাঁর রাজনৈতিক দর্শনের এক অনবদ্য সৃষ্টি।
প্লেটোর সাম্যবাদ তত্ত্ব: প্লেটো তাঁর কল্পিত আদর্শ রাষ্ট্রের বাস্তবায়নকল্পে সাম্যবাদ তত্ত্ব প্রদান করেন। তিনি তাঁর ‘রিপাবলিক’ গ্রন্থের মধ্যে আদর্শ রাষ্ট্রের জন্য এমন এক শাসক শ্রেণি বা অভিভাবক শ্রেণি গড়ে তোলার কথা বলেছেন, যাদের মূল লক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় জীবনে পূর্ণাঙ্গ ঐক্যের সঞ্চার করা। অভিভাবকদের সামগ্রিক চিন্তাভাবনা ও কর্মসাধনা পরিচালিত হয় একমাত্র রাষ্ট্রীয় কল্যাণের লক্ষ্যে। রাষ্ট্রের সার্বিক কল্যাণের লক্ষ্যে প্লেটো শাসকবর্গ ও যোদ্ধাশ্রেণির জন্য ব্যক্তিগত পরিবার প্রথা ও ব্যক্তিগত সম্পত্তি বিলোপের প্রস্তাব করেন। আর এ প্রস্তাবই প্লেটোর সাম্যবাদ তত্ত্ব হিসেবে অভিহিত। প্লেটোর সাম্যবাদ সম্পর্কে Prof. Barker বলেছেন, “প্লেটো এমন এক নতুন সমাজব্যবস্থা আবিষ্কার করেন যাতে অভিভাবক শ্রেণি ব্যক্তিগত পরিবার ও সম্পত্তি ছেড়ে দিয়ে এক সাম্যবাদী ব্যবস্থার অধীনস্থ হয়।” (Plato invent a new social order under which the governing class surrenders both family and private property and embraces a system of communism.)
উপসংহার: পরিশেষে বলা যায় যে, প্লেটোর সাম্যবাদ এক সাধারণ ও সর্বাত্মকবাদী, যেখানে মানুষের স্বাধীনতাকে অস্বীকার করা হয়েছে। এ প্রসঙ্গে J. P. Suda বলেন, “Plato sacrifies the individual to the community and ignores the claimes of individuality.”