অথবা, অগাস্টিনের ন্যায়তত্ত্ব সংক্ষেপে আলোচনা কর।
অথবা, ন্যায়বিচার সম্পর্কে সেন্ট অগাস্টিনের ধারণা সংক্ষেপে ব্যক্ত কর।
অথবা , সেন্ট অগাস্টিনের ন্যায়বিচার সম্পর্কে তুমি কী জান? সংক্ষেপে লিখ।
অথবা, সেন্ট অগাস্টিন প্রদত্ত ন্যায়বিচারতত্ত্বের স্বরূপ ও বৈশিষ্ট্য সংক্ষেপে লিখ।
উত্তরঃ ভূমিকা: মিক দার্শনিক প্লেটোর পর অগাস্টিনই প্রথম ব্যক্তি যিনি ন্যায়বিচার (Justitia) সম্পর্কে মৌলিক ও তথ্যবহুল আলোচনা করেছেন। গ্রিক ও রোমান সভ্যতা এবং খ্রিস্টীয় সভ্যতার সন্ধিস্থলে দাঁড়িয়ে সেন্ট অগাস্টিন এ পৃথিবীর মানুষের জন্য এক অভয় বাণী উচ্চারণ করেন। প্রকৃতপক্ষে মধ্যযুগীয় চিন্তাধারায় যে যৎসামান্য স্রোত প্রবাহিত হয় তার গতি তিনি তাঁর চিন্তাধারায় নির্দিষ্ট করেছেন। রাজনৈতিক চিন্তা ক্ষেত্রে তাঁর প্রধান অবদান ছিল- “সর্বজনীন খ্রিস্টান সমাজব্যবস্থার প্রচার। তিনি বিশ্বাস করতেন যে, মানুষের অস্তিত্বের ইতিহাস দু’ভাগে বিভক্ত। একটির অস্তিত্ব হচ্ছে স্বর্গরাজ্য, আরেকটির অস্তিত্ব হচ্ছে পার্থিব রাজ্য। পার্থিব রাজ্য পৃথিবীর, যা স্বার্থপরতা, নিচুতা ও হিংসায় ভরপুর। এ কারণেই পার্থিব রাজ্য অনন্তকালের জন্য অভিশপ্ত।
সেন্ট অগাস্টিনের ন্যায়তত্ত্ব: সেন্ট অগাস্টিনের মতে, “সৃষ্টিকর্তার নির্দেশই ন্যায়বিচার। তাই সৃষ্টিকর্তার নির্দেশ পালনে ন্যায়বিচার বিদ্যমান। এর ব্যত্যয় অন্যায় ও অবিচার।”
রাষ্ট্র সৃষ্টিকর্তা সৃষ্ট একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান সৃষ্টিকর্তার নির্দেশ মতে পরিচালিত হওয়াতে মানুষের ন্যায়বিচার নিহিত। তিনি এ প্রসঙ্গে বলেছেন, “যখন কোন একটি প্রতিষ্ঠানের সদস্যবর্গ সে প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে তাদের জীবননির্বাহ করে, সে প্রতিষ্ঠান কর্তৃক আরোপিত দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকে তখনই মূলত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলা হয়।
দেয়াই ন্যায়বিচার। স্রষ্টা প্রত্যেক ব্যক্তির পাওনা সুনির্দিষ্ট করে দিয়েছেন। তাই স্ব-স্ব ব্যক্তির পাওনা যথাযথভাবে বুঝিয়ে
প্লেটোর ন্যায়বিচারের ধারণার সাথে সেন্ট অগাস্টিনের ন্যায়বিচারের ধারণার মধ্যে মৌলিক কোন পার্থক্য নেই। তার মতে, খ্রিস্টানগণই কেবল ন্যায়বান। তাই তাদের চালিত রাষ্ট্র ন্যায়পরায়ণ রাষ্ট্র ও অন্য কোন রাষ্ট্র নয়।
উপসংহার: উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, অগাস্টিনের ন্যায়বিচার তত্ত্বের প্রত্যক্ষ ফলশ্রুতি হচ্ছে যে, এ নীতির ফলে জীবনের পার্থিব ও ধর্মীয় ক্ষেত্রের মধ্যে সুস্পষ্ট ব্যবধান রচিত হয় এবং একটিকে আরেকটি হতে আলাদা করা হয়। তবে তার ন্যায়তত্ব সকল ক্ষেত্রে যে সফল হয়েছে তা বলা যায় না। তবে অনেকটা যুগোপযোগী ছিল বলা যায়।