ম্যাকিয়াভেলির পরিচয় দাও?

অথবা, ম্যাকিয়াভেলি কে ছিলেন?

অথবা, ম্যাকিয়াভেলি সম্পকে কী জান লিখ।

অথবা, ম্যাকিয়াভেলির ব্যক্তিজীবন সম্পর্কে সংক্ষেপে লিখ।

অথবা, ম্যাকিয়াভেলির জন্ম ও শৈশবকাল সম্পর্কে আলোচনা কর।

উত্তরঃ ভূমিকা: পঞ্চদশ শতাব্দীতে গির্জা ও রাষ্ট্রে সীমিত শাসন প্রবর্তনের ক্ষেত্রে পরিষদ আন্দোলনের ব্যর্থতার মধ্য দিয়ে রাষ্ট্রচিন্তার ইতিহাসে মধ্যযুগের অবসান সূচিত হয়ে আধুনিক যুগের সূত্রপাত হয়। রাষ্ট্রচিন্তার এ যুগঃসন্ধিক্ষণে সাধারণভাবে সমগ্র ইউরোপে এবং বিশেষভাবে ইতালিতে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তন সাধিত হয়, তার বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাই ম্যাকিয়াভেলির রাষ্ট্রদর্শনে। পাশ্চাত্যে ম্যাকিয়াভেলিই প্রথম রাষ্ট্রচিন্তাবিদ, যিনি সামাজিক নীতিবোধ থেকে রাষ্ট্র ক্ষমতাকে বিচ্ছিন্ন করেছেন। তাঁর মাধ্যমে প্রথম ধর্মনিরপেক্ষ রাষ্ট্রচিন্তা ও সমাজচিন্তার সূচনা হয়। তিনি তাঁর বিখ্যাত ‘The Prince’ গ্রন্থে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, নৈতিকতা, শাসকের গুণাবলি ও সুশাসনের মানদণ্ড প্রভৃতি সম্পর্কে বিভিন্ন কৌশল অবলম্বনের ধারণা দিয়েছেন, যার জন্য তাকে কৌশল বিজ্ঞানী হিসেবে অভিহিত করা হয়।

ম্যাকিয়াভেলির পরিচয়: মধ্যযুগের সমাপ্তি লগ্নে এবং আধুনিক যুগের সূচনালগ্নে ১৪৬৯ সালে ইতালির অর্ন্তগত ফ্লোরেন্স শহরে ম্যাকিয়াভেলি জন্মগ্রহণ করে। তাঁর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। পুত্রকে উপযুক্ত শিক্ষা দেয়ার জন্য তিনি যাবতীয় ব্যবস্থা অবলম্বন করেন। শিক্ষা শেষ করে ১৪৯৪ সালে তিনি সরকারি চাকরিতে প্রবেশ করেন। ১৪৯৮ সালে সচিবের পদ লাভ করেন। ঠিক এ সময় ইতালির বিভিন্ন প্রদেশের অবস্থা শোচনীয় হয়ে উঠে। এ পরিস্থিতিতে তার দায়িত্ব ও. কাজ অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তিনি বিভিন্ন দেশে কূটনীতিক দলের প্রতিনিধিত্ব করেন। ১৫১২ সাল নাগাদ রাজনৈতিক পট পরিবর্তন ঘটে এবং ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে এবং ফ্লোরেন্স শহর থেকে তাকে নির্বাসিত করা হয়। নির্বাসিত জীবনে ম্যাকিয়াভেলি একাধিক বই লেখেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- The Prince, The Discourses, Florentine History, The Ant of War. রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীদের কাছে The Prince ও Discourses গুরুত্বপূর্ণ। কারণ তাঁর এ দু’টি বইয়ের মাধ্যমে তাঁর রাষ্ট্রচিন্তা ও রাষ্ট্রদর্শনের পরিচয় পাওয়া যায়। ১৫২৭ সালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

উপসংহার: পরিষেশে বলা যায় যে, মূলত ম্যাকিয়াভেলি ছিলেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আধুনিক রাষ্ট্রদর্শনে তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। তিনি প্রথম রাষ্ট্রচিন্তাকে মধ্যযুগের অন্ধকার থেকে আধুনিক আলোর দিকে নিয়ে আসেন। এমনকি রাষ্ট্র শব্দটি যে অর্থে ব্যবহৃত হয় তার উদ্ভাবকও তিনি। বস্তুত তিনি মধ্যযুগের রাষ্ট্রচিন্তার আলোর দিশারি হয়ে এসেছিলেন।