অথবা, ম্যাকিয়াভেলির রাষ্ট্র শাসনের মূলভিত্তি সংক্ষেপে লেখ।
অথবা, রাষ্ট্র শাসনের ক্ষেত্রে ম্যাকিয়াভেলির দর্শন সংক্ষেপে তুলে ধর।
অথবা, ম্যাকিয়াভেলির রাষ্ট্রশাসন কোন কোন বিষয়ের উপর গড়ে উঠেছিল?
অথবা, ম্যাকিয়াভেলির রাষ্ট্র শাসনের মূলভিত্তি সম্বন্ধে যা জান লিখ।
উত্তরঃ ভূমিকা: ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা তাঁর জীবনে জাতীয়তাবাদী ভাবধারা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। ম্যাকিয়াভেলির মতে রাষ্ট্র শাসনের মূলভিত্তি হবে যৌক্তিকতা। গৃহীত উপায় অবলম্বনের যৌক্তিকতা বিধান করে। এটাই মূলত ম্যাকিয়াভেলির রাষ্ট্র শাসনের ভিত্তি।
রাষ্ট্র শাসনের ভিত্তি: রাষ্ট্র শাসনের ক্ষেত্রে শাসক কখনোই ধর্ম বা নৈতিকতার কথা চিন্তা করবেন না, বরং রাষ্ট্রের লক্ষ্য অর্জনে যা কিছু করণীয় যা অনুকূল তাই যথারীতি করে যাবেন। তিনি মনে করবেন যে, রাষ্ট্র যদি চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারে; তার মাধ্যম যতই নিম্ন বা অযৌক্তিক হোক না কেন, অর্জিত সাফল্যই মাধ্যমের যৌক্তিকতা প্রমাণ করবে।
যেহেতু চোর কখনো ধর্মের দোহাই মানে না, তাই চোরকে নিয়ন্ত্রণে রাখতে জেল-জুলুম নীতির উপর ভিত্তি করতে হবে। নীতি বাক্য বা নৈতিকতা নয়।
মানুষের কুপ্রবৃত্তিকে দমন করে রাষ্ট্রের অনুগত করার জন্য বলপ্রয়োগের মাধ্যমে তার অন্তরে ভীতি সঞ্চার করার উপর ম্যাকিয়াভেলি অধিক গুরুত্বারোপ করেছেন। তবে অবস্থার প্রেক্ষিতে রাজা ধর্মকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারেন। প্রয়োজনে শাসককে আন্তরিকতা, সততা, মানবতা ও ধার্মিকতার আশ্রয় নিতে হবে।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, ম্যাকিয়াভেলির রাষ্ট্র শাসনের ক্ষেত্রে যৌক্তিকতা হচ্ছে মূলভিত্তি। তিনি আধুনিক রাষ্ট্রে যৌক্তিকতাকে মূলভিত্তি হিসেবে, তুলে ধরেছেন। ম্যাকিয়াভেলি যথার্থই বলেছেন, “Ends justify the means, not means the ends.”