ম্যাকিয়াভেলিয় জাতীয়তাবাদ সংক্ষেপে ব্যাখ্যা কর।

অথবা, ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদ কী?

অথবা, ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদ সম্পর্কে কী জান? লিখ।

অথবা, জাতীয়তাবাদ সম্পর্কে ম্যাকিয়াডেলি কী বুঝিয়েছেন?

অথবা , ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদের সংজ্ঞায়ন লিখ।

অথবা, ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদকে তুমি কিভাবে সংজ্ঞায়িত করবে।

উত্তরঃ ভূমিকা: ম্যাকিয়াভেলি ছিলেন আধুনিক রাজনীতিতে জাতীয়তাবাদের প্রবক্তা। তিনি মূলত জাতীয়তাবাদের প্রথম চিন্তাবিদদের একজন। অর্থাৎ তিনি নিঃসন্দেহে একজন জাতীয়তাবাদী চিন্তাবিদ। তিনি ইতালির নবজাগরণে ব্যাপক ভূমিকা রাখেন।

ম্যাকিয়াভেলির জাতীয়তাবাদ: রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী রাষ্ট্র গঠনে ম্যাকিয়াভেলি শতধা বিভক্ত ইতালিকে ঐক্যবদ্ধ করে গড়ে তোলার জন্য তিনি জাতীয়তাবাদী আদর্শকে অবলম্বন করেন। ম্যাকিয়াভেলি তাঁর রচনাবনির কোথাও প্রত্যক্ষভাবে জাতীয়তাবাদের কথা না বললেও একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে জাতীয়তাবাদের যেসব উপাদান সক্রিয় ভূমিকা রেখে থাকে, তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তিনি বিশ্বাস করতেন যে, ঐতিহ্য, ভাষা ও আইন ব্যবস্থার অভিন্নতা একটি রাষ্ট্র তার জাতির ঐক্যের মূল বন্ধন। দু’টি রাষ্ট্রের মধ্যকার পার্থক্য উপলব্ধিতে এটি একটি শক্তিশালী মানদণ্ড।

ম্যাকিয়াভেলি রাষ্ট্রের যে দর্শন উপহার দিয়েছেন, তা কেবল ধর্মনিরপেক্ষই ছিল না, জাতীয় রাষ্ট্রও বটে। বলতে কি, রোমান সাম্রাজ্যের পতনের পর হতে কোন রাষ্ট্রচিন্তাবিদ রাষ্ট্রকে জনসমক্ষে এমন স্পষ্টভাবে ও জোরালো ভাষায় তুলে ধরেন নি। কেবল জাতীয় রাষ্ট্রই যে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণক্ষম এ কথাটি কেবল ম্যাকিয়াভেলিই দ্ব্যর্থহীন ভাষায় কর্ণনা করেছেন।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, ম্যাকিয়াভেলিই বলেছিলেন, একজাতি, এক রাষ্ট্র, যা কিনা ফ্রান্স ও স্পেনে প্রচুর সমর্থন ও প্রশংসা লাভ করেছিল। জাতীয় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বলেছিলেন ইতালি হতে সকল বিদেশিকে তাড়িয়ে এক একটি শক্তিশালী জাতীয় রাষ্ট্রে পরিণত করা হোক।