অথবা, ম্যাকিয়াভেলির সময়ে ইতালির রাজনৈতিক অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।
অথবা, ইতালির রাজনৈতিক পরিবেশ ও ম্যাকিয়াভেলি সম্পর্কে কী জান লিখ।
অথবা, যোল শতকের ইতালির রাজনৈতিক পরিবেশের উপর ম্যাকিয়াভেলির প্রভাব সংক্ষেপে লিখ।
অথবা, “ম্যাকিয়াভেলি ছিলেন যথার্থ সময়ের সন্তান” এর আলোকে ইতালির রাজনৈতিক অবস্থা সংক্ষেপে আলোচনা কর।
উত্তর: ভূমিকা: ম্যাকিয়াভেলির সময় ইতালির অবস্থা মোটামুটিভাবে ইউরোপের অন্যদের থেকে আলাদা ছিল। তাঁর সময়ে ইতালিতে নবজাগরণের ছোঁয়া লাগে। সে সময় প্রাচীন রোম যেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, খ্রিস্টধর্ম ও গির্জার অবস্থা অনেকটা সেরকম ধারণ করেছিল।
ম্যাকিয়াভেলির সময়ে ইতালির রাজনৈতিক অবস্থা: ম্যাকিয়াভেলির সময় ইতালির অবস্থা ইউরোপের অন্যান্য নগররাষ্ট্রের তুলনায় অনেক উন্নত ছিল। প্রাচীন রোম যেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, খ্রিস্টধর্ম ও গির্জার অবস্থা অনেকটা সেরকম আকার ধারণ করেছিল। ধর্মীয় ও আধ্যাত্মিক আলোচনা বিশ্ববিদ্যালয়গুলো থেকে দেবতত্ত্ব চিরতরে বিদায় নিয়েছিল। দর্শন ও সাহিত্য চর্চার পাশাপাশি অবস্থান করতো বিত্ত সংগ্রহ ও ভোগের আলোচনা। দর্শন ও সাহিত্য – চর্চার পাশাপাশি সহাবস্থানের কোন অসুবিধা দেখা দেয় নি। মোটকথা জড়বাদ ও আধ্যাত্মবাদের সহাবস্থানের দ্বারা – ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বৈশিষ্ট্যপূর্ণ হয়েছিল। কিন্তু রাজনীতির ক্ষেত্রে ইতালির অবস্থা ভীষণ হতাশাজনক। পাঁচটি বৃহৎ রাজ্যে ইতালি বিভক্ত হয়ে পড়েছিল। যথা: নেপলস্, মিলান, ভেনিস, ফ্লোরেন্স ও পোপের রাজ্য। ইতালির বহুধা বিভক্ত অবস্থা বড় কথা নয়। এদের মধ্যে কলহ প্রায়ই লেগে থাকতো। সামরিক শক্তিতে কেউ বলবান ছিল না। তবুও এক রাজ্য অন্যের বিরুদ্ধে অস্ত্রধারণ করতে বিন্দুমাত্র পিছপা হতো না। এভাবে চলত নিজেদের মধ্যে অবিরাম সংঘর্ষ। ক্ষতি – নিজেদের হতো। তা সত্ত্বেও সংযম ছিল না।
উপসংহার: ম্যাকিয়াভেলির সময় ইতালির রাজনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল ছিল। তবুও রাজ্যগুলোতে স্বৈরতন্ত্রের চাপ ছিল। মোটকথা সে সময় রাজতন্ত্রের একটা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।