ম্যাকিয়াভেলির সময়ে ইতালির সামাজিক অবস্থা কেমন ছিল?

অথবা, ম্যাকিয়াভেলির সময়ে ইতালির সামাজিক অবস্থা সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, যোল শতকের ইতালির সামাজিক অবস্থা ও ম্যাকিয়াভেলি সম্পর্কে যা জান লিখ।

অথবা, ইতালির সামাজিক পরিবেশের উপর ম্যাকিয়াভেলির প্রভাব সংক্ষেপে লিখ।

অথবা, ম্যাকিয়াভেলির সময়ে ইতালির সামাজিক অবস্থার চিত্র অঙ্কন কর।

অথবা, যোল শতকের ম্যাকিয়াভেলির সময়ে ইতালির সামাজিক অবস্থা তুলে ধর।

উত্তর: ভূমিকা: ম্যাকিয়াভেলির সময়ে ইতালির সামাজিক অবস্থা বেশ বিকাশমান ছিল। শিল্পকলার পর্যাপ্ত বিকাশ ঘটেছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ছিল রীতিমতো হতাশাজনক। প্রশাসন দুর্নীতিতে পরিপূর্ণ, ছিল। সমগ্র ইউরোপের মধ্যে ইতালির দুর্নীতি সর্বাপেক্ষা বেশি ছিল বলে অনেকে মনে করেন।

ম্যাকিয়াভেলির সময়ে ইতালির সামাজিক অবস্থা: ম্যাকিয়াভেলির সময়ে অতীতের প্রতিষ্ঠানগুলো অবক্ষয়ের স্রোতে ভেসে যাচ্ছিল। নিষ্ঠুরতা, হত্যা ও শঠতা ছিল সমাজজীবনের একটা প্রাত্যহিক ঘটনা। ন্যায় ও নীতিবোধকে শিশুসুলভ বলে মনে করা হতো। সাফল্য লাভের জন্য ব্যক্তি যে কোন পথ অবলম্বন করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতো না। ফলে সমাজজীবন থেকে ন্যায় ও নীতি ক্রমশ বিদায় নিয়েছিল। স্বার্থপরতা নগ্ন আকারে পরিস্ফুট হয়ে পড়েছিল। ম্যাকিয়াভেলির পূর্ব যুগকে ‘Bastards and adventures’ এর যুগ বলে অভিহিত করা হয়। গোটাসমাজে মানুষ ও ন্যায়বিচারের মধ্যে একটা বড় রকমের বিচ্ছিন্নতা গড়ে উঠেছিল।

উপসংহার: উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ম্যাকিয়াভেলির রাষ্ট্রচিন্তা ইতালির সামগ্রিক জীবনে সর্বদিক থেকে প্রভাব বিস্তার করেছিল। তবে সামাজিক জীবনের ক্ষেত্রে ম্যাকিয়াভেলি যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন সেক্ষেত্রে তাকে ইতালির নবজাগরণের অন্যতম পুরোধা বলা যায়।