অথবা, The Laws’ গ্রন্থে আইন সম্পর্কে প্লেটোর স্বীকারোক্তি কী?
অথবা,’The Laws’ গ্রন্থে আইন সম্পর্কে প্লেটোর ধারণা বর্ণনা কর।
উত্তর: ভূমিকা: প্লেটো ছিলেন গ্রিক পণ্ডিত ও দার্শনিক সক্রেটিসের সুযোগ্য শিষ্য। জ্ঞানবিজ্ঞানের ক্ষেত্রে যাদের অবদান চিরভাস্বর প্লেটো তাদের মধ্যে অন্যতম। প্লেটো খ্রিস্টপূর্ব ৪২৭ অব্দে এথেন্সের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি অল্প বয়সেই সক্রেটিসের সাহচর্যে আসেন। তাঁর চিন্তাধারায় তিনি গভীরভাবে প্রভাবান্বিত হন। জ্ঞানবিজ্ঞানের এমন কোন শাখা নেই, যেখানে তিনি বিচরণ করেন নি। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে তাঁর অবদান আজও উজ্জ্বল হয়ে আছে।
‘The Laws’ গ্রন্থে আইন সম্পর্কে প্লেটোর স্বীকারোক্তি: The Republic, The Statesman, The Laws এ তিন খানি মূল গ্রন্থে প্লেটোকে ঠিক তিন রকমের মানসিক অবস্থায় পাওয়া যায়। ‘রিপাবলিক’ এর মধ্যে তিনি তাঁর আদর্শের মোহনীয়তায় আচ্ছন্ন এবং কমনীয়তায় মুগ্ধ। এখানে তাঁর বিচরণ কল্পলোকে, বাস্তবতা কোন আকর্ষণ সৃষ্টি বানা করতে পারে নি।
Statesman এর মধ্যে তিনি কল্পলোক ত্যাগ করে বাস্তবতার দুনিয়ায় নেমে এসেছেন। কিন্তু তাঁর মন দ্বিধাগ্রস্ত, পদক্ষেপ আড়ষ্ট। The laws এর মধ্যে দেখা যায়, তিনি সব রকমের দ্বিধা সংকোচ কাটিয়ে উঠে নিষ্ঠুর বাস্তবতাকে একান্ত আপন করে, সন্ধি করে ফেলেছেন সমাজ ও রাষ্ট্রের বাস্তব পরিস্থিতির সাথে।
বাস্তবতার রূঢ় কশাঘাতে প্লেটো যখন উপলব্ধি করেন যে, তাঁর মানস লোকের সে দার্শনিক রাজাকে প্রচলিত কোন রাষ্ট্রের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয়। তখন তিনি এমন এক বিকল্প ব্যবস্থা অবলম্বন করেন, যার সাহায্যে দার্শনিক রাজা ছাড়াই দর্শনের রাজত্ব প্রতিষ্ঠা করা সম্ভব হয়। তাই প্লেটো ‘The Laws’ গ্রন্থের মধ্যে দার্শনিক রাজার শাসনের জায়গায় প্রতিষ্ঠিত করেন আইনের শাসন। এভাবে যে রাষ্ট্রের পত্তন হয় তাকে তিনি সর্বোত্তম রাষ্ট্রের স্থলাভিষিক্ত না করে তার নাম দিয়েছেন দ্বিতীয় সর্বোত্তম রাষ্ট্র বা উপ-আদর্শ রাষ্ট্র। বলার কারণ হলো এই যে তাঁর মতে, আদর্শ রাষ্ট্র হবে শুধু সে রাষ্ট্র যেখানে যুক্তির শাসন হবে সুপ্রতিষ্ঠিত এবং তা হবে একমাত্র দার্শনিক রাজার মাধ্যমে। কিন্তু বাস্তবে যেহেতু এরূপ দার্শনিক এ। পাওয়া সম্ভব নয় কাজেই আইনভিত্তিক রাষ্ট্রের প্রয়োজন। কেননা মানব প্রকৃতির অসম্পূর্ণতার জন্যই আইনের শাসনকে তিনি মেনে নিয়েছেন। কিন্তু তাকে আদর্শ রাষ্ট্রের মর্যাদা দিতে তিনি কখনো রাজি হন নি।
উপসংহার: পরিশেষে বলা যায় যে, Plato যদিও আইনের শাসনের কথা স্বীকার করেছেন তথাপি তিনি তাকে আদর্শ রাষ্ট্র বলে মেনে নিতে পারেন নি।